শুক্রবার দুপুরে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছেই হঠাৎ ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। গুরেজ সেক্টরের বারাউম এলাকায় কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় কপ্টারের পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন সহকারী পাইলট। কী কারণে কপ্টারটি ভেঙে পড়েছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন-পদ্মভূষণ কটাক্ষ
তবে অনুমান করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রবল তুষারপাতের কারণে কপ্টারটি ভেঙে পড়তে পারে। এদিন নিয়ন্ত্রণরেখার কাছে ডিউটিতে থাকা এক আধাসেনা জওয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকেই আনতে রওনা দিয়েছিল ওই কপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেঙে পড়ার আগে পাইলট ও তাঁর সহকারী কপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এই কপ্টারগুলির সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে।