বেঙ্গালুরু, ১২ মার্চ : জল্পনা সত্যি করে, বিরাট কোহলির জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক হলেন ফাফ ডুপ্লেসি। শনিবার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ডুপ্লেসির নাম ঘোষণা করে দেওয়া হল।
আরও পড়ুন-গোলাপি টেস্টে বোলারদের দাপট, প্রথম দিনই পড়ল ১৬টি উইকেট
টিমের নতুন নেতাকে স্বাগত জানিয়ে শনিবার বার্তা দিয়েছেন বিরাট নিজেও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘ফাফের হাতে ব্যাটন তুলে দিতে পেরে খুশি। ফাফের নেতৃত্বে খেলব, এটা ভেবেই আমি উত্তেজিত। ওর সঙ্গে জুটি বাঁধার জন্য মুখিয়ে রয়েছি। এছাড়া ম্যাক্সওয়েলও দলে রয়েছে।’’ বিরাট আরও বলেছেন, ‘‘আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। আমি নিজেও ফাফ এবং বাকি সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ছটফট করছি।’’
আরও পড়ুন-ভুল শট খেলেই আউট বিরাট : সানি
পাল্টা বিরাটের প্রশংসা করে ডুপ্লেসি বলেন, ‘‘আরসিবি-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বিরাট কোহলি বিশ্বের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। আর ব্যাটসম্যান বিরাট তো সর্বকালের সেরাদের একজন। মাঠে ওর উপস্থিতি এবং এনার্জি আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’’