পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে এবার দেশে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা। পোল্য়ান্ডে ভারতের যুব মহিলা তিরন্দাজরা এবার চমকে দিলেন। ভেঙে দিলেন বিশ্বরেকর্ড। বাদ যান নি পুরুষ দলও। টোকিও অলিম্পিক্স থেকে ভারতীয় তিরন্দাজদের এই বার খালি হাতে ফিরতে হয়েছিল। তবে ওয়ারশ থেকে নতুন উদ্দীপনা নিয়ে ১৮-র নীচের মেয়েরা ফিরছে ।
পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল বিশ্বরেকর্ড গড়ল । সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেলেন। বিশ্বরেকর্ডের থেকেও ২২ পয়েন্ট বেশি। মেয়েদের দলে প্রিয়া গুর্জর, রিধু সেন্থিলকুমার, পরণীত কৌর ছিলেন। প্রিয়া ৬৯৬ মেরে ব্য়ক্তিগত পোল জিতে নিয়েছেন। পরণীত তৃতীয় স্থানে ছিলেন ও চতুর্থ স্থানে ছিলেন রিধু। তিনজনের স্কোর যোগ করে চ্য়াম্পিয়ন হয় ভারত।
ভারতের ক্যাডেট পুরুষ দলে ছিলেন কুশল দালাল, সাহিল চৌধুরী ও নিতিন আপকার। মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৩৩-২৩১ পয়েন্টে হারিয়ে এক টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালের সাক্ষী থাকল পোল্যান্ড।
এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই যুব খেলোয়াড়দের নতুন উদ্দীপনায় আরো অনেক দূর এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাদেরশুভকামনা জানিয়েছেন ও বলেছেন নিজেদের স্বপ্নের পথে এগিয়ে যেতে।
Extremely proud of our Cadet Compound Girls team and Cadet Compound Boys team for their outstanding achievement at the World Archery Youth Championships, Poland.
Congratulations to both teams. Wishing you many more successes as you go ahead in life!#WAYC2021
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2021