ভয় নেই, পাশে আছি: ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে তৃণমূল কর্মীদের বার্তা শীর্ষ নেতৃত্বের

Must read

ভয় দেখিয়ে ত্রিপুরায় তৃণমূলকে আটকানো যাবে না- দলীয় নেতাকর্মীদের উপর ক্রমাগত পুলিশি জুলুমের প্রতিবাদে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় সাংসদ-মন্ত্রীরা স্পষ্ট বার্তা দিলেন । তৃণমূলের এবার লক্ষ্য ত্রিপুরা জিতে দেখানো। আর সেই লক্ষ্যেই এগোচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। হাওয়া উল্টো বুঝতে পেরে ত্রিপুরার শাসকদল বিজেপিও চাপ বাড়াচ্ছে । পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতাকর্মীদের যথেচ্ছ ধরপাকড় চলছে ।

দলীয় যুব নেতৃত্বকে ছাড়াতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন-সহ শীর্ষস্থানীয় নেতারা মামলার মুখে পড়েছেন । কিন্তু এর পরেও তৃণমূলের এখন পাখির চোখ ত্রিপুরাই। স্বাধীনতা দিবসের আগে সেখানে উপস্থিত হয়েছেন সাংসদ মন্ত্রীরা আর সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, “‘পরাধীন’ ত্রিপুরায় স্বাধীনতা দিবস পালন করবে তৃণমূল”। সাংবাদিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, ব্রাত্য বসু, অপরূপা পোদ্দার, অর্পিতা ঘোষ-সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বাংলার মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেসের কোনও ভিত্তি না থাকে, তাহলে সেখানে তাঁদের এত ভয় পাচ্ছে কেন বিজেপি? তাঁদের আটকে দেওয়ার জন্য এত দমন-পীড়নই বা কেন? সেখানে শিক্ষকদের ওপর যেভাবে ছাঁটাইয়ের খাঁড়া নেমে এসেছে, ১০৩২৩ শিক্ষককে যেভাবে রাতারাতি কর্মহীন করে দেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেতৃত্ব। ব্রাত্য বসু আরও বলেন, এই লড়াইয়ে শিক্ষকদের পাশে রয়েছে তৃণমূল।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, ত্রিপুরায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখাচ্ছে বিজেপি । ভয় আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সে রাজ্যে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের নেত্রী হিসেবে ভারতের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর আছে। কিন্তু ত্রিপুরার মতো কোথাও মহিলাদের উপর এমন দমন-পীড়ন তিনি দেখেননি।

বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দৌলতে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পায় রাজ্যের মানুষ। সেই উদাহরণ সামনে এনে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, যে উন্নয়ন প্রকল্পের সুবিধে বাংলার মানুষ পায়, ত্রিপুরা তা থেকে বঞ্চিত হবে কেন?

আরও পড়ুন- সৃষ্টিশ্রী: সৃষ্টি ও সৃজনশীলতায় গ্রামীণ শিল্পের এক অপরূপ সম্ভার

ত্রিপুরায় প্রাক্তন শাসকদল বামেদেরকেও কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন, “সিপিএম এখন কী করছে?” এরপরেই তিনি বলেন, “বাংলার সিপিএম যে ভুল করেছে, ত্রিপুরায় সে ভুল করবেন না। বিজেপির বিরুদ্ধে ভোট ভাগ হতে দেবেন না। বিজেপির বিকল্প হিসেবে সিপিএম নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন”।

আরও পড়ুন- এগিয়ে বাংলা, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রাপকদের হারে শীর্ষে রাজ্য

ত্রিপুরায় ১৬ তারিখ খেলা হবে দিবস পালিত হবে। শনিবার, সাংবাদিক বৈঠক শেষে তৃণমূল সাংসদরা ফুটবল পায়ে মেতে ওঠেন, বুঝিয়ে দেন ত্রিপুরায় “খেলা হবে”।

Latest article