রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বের বাজারে এক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ২০২১-’২২ অর্থবছরে জীবনবিমা নিগম তাদের আইপিও নাও ছাড়তে পারে বলে জানা গিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তবেই এলআইসি বাজারে তার ইনিশিয়াল পাবলিক অফারিং ছাড়বে। সাধারণত যখন কোনও সংস্থা প্রথমবার বাজারে শেয়ার ছাড়ে তাকেই ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়।
আরও পড়ুন-শিশুদের টিকাকরণ
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এলআইসির ৫ শতাংশ অর্থাৎ ৩১.৬ কোটি শেয়ার বাজারে ছাড়তে চায়। কেন্দ্রের অনুমান, এই শেয়ার ছেড়ে জীবনবিমা নিগমের তহবিলে ৬০ হাজার কোটি টাকা আসবে। দেশের শেয়ারবাজারে এই প্রথমবার এত বিপুল মূল্যের শেয়ার ছাড়া হতে চলেছে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, শেয়ারবাজারে এলআইসি নথিভুক্ত হলে তার মার্কেট ভ্যালুয়েশন রিলায়েন্স ও টিসিএসের কাছাকাছি দাঁড়াবে।