শিশুদের টিকাকরণ

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে চলেছে।

Must read

অবশেষে প্রতীক্ষার অবসান। আগামী বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার টিকা প্রদান। পাশাপাশি ওই দিন থেকেই দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন-সিরিজে যা চেয়েছি, তাই পেয়েছি আমরা : রোহিত

স্বাস্থ্যমন্ত্রী এদিন জানান, ষাটোর্ধ্বদের কোনও শারীরিক অসুবিধা থাকলেও তাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন। উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে করোনার বিরুদ্ধে ভারতীয়দের লড়াই অনেকটাই সহজ হয়ে গেল।

Latest article