‘বিজেপি ‘কোর্ট ফিক্সিং’ করেছে’ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা হাই কোর্টের (Kolkata Highcourt) বিচারপতিদের সঙ্গে বিজেপির ‘যোগসাজশ’ প্রসঙ্গ তুলে দেশ থেকে কলকাতা হাই কোর্ট তুলে দেওয়া উচিত বলেই জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

কলকাতা হাই কোর্টের (Kolkata Highcourt) বিচারপতিদের সঙ্গে বিজেপির ‘যোগসাজশ’ প্রসঙ্গ তুলে দেশ থেকে কলকাতা হাই কোর্ট তুলে দেওয়া উচিত বলেই জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এদিন বলেন, ক্রিকেটে যেমন ‘ম্যাচ ফিক্সিং’ হয়, তেমন বিজেপি ‘কোর্ট ফিক্সিং’ করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। যা দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন-বড় বিশ্বাসঘাতক রয়েছে মেদিনীপুরেই! গদ্দারকে তুলোধনা দলনেত্রীর

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। পাঁচ হাজার চাকরিপ্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বাকি ২০ হাজারের বেশি মানুষ কেন চাকরি হারাবেন বৃহস্পতিবার এই প্রশ্ন আরেকবার তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘‘এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন, তিনি এখন বিজেপির প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তা হলে তো দেশ থেকে কলকাতা হাই কোর্টটাকেই তুলে দেওয়া উচিত! আদালত বলছে, কয়েক জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, তাই পুরো প্যানেলটাই বাতিল। তা হলে সেই যুক্তি অনুযায়ী এক জন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ, সব বিচারপতিই বিজেপি হয়ে গিয়েছেন! আদালতের যুক্তিতে তো তা-ই হচ্ছে।’’

আরও পড়ুন-পাটনায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃ.ত ৬, আহত ৩০

শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্য মনে করিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘দু’দিন আগে শুভেন্দু বলেছিলেন, সপ্তাহের শুরুতেই তিনি বোমা ফাটাবেন। সপ্তাহ শুরু হয় সোমবারে। আর হাই কোর্টের এই রায়ও এসেছে সেই সোমবার। সবটাই কি কাকতালীয়? গতকাল (বুধবার) ওন্দার বিজেপি বিধায়কও বলেছেন, এপ্রিলের ৩০ তারিখের মধ্যে আরও ৫৯ হাজার যোগ্যদের চাকরি যাবে।হাই কোর্টের অর্ডারের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে। ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, যাঁরা বেটিং করেন, আগে থেকেই বলে দেন পরের বলে ছক্কা হবে না কি উইকেট পড়বে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। এগুলো আসলে অর্ডার ফিক্সিং! কোর্ট ফিক্সিং! বেটিংয়ে নতুন মাত্রা যোগ করছে কলকাতা হাই কোর্টের একাংশ। বিজেপি বেটিং করছে। তার দোসর হচ্ছেন বিচারের আসনে থাকা বিচারপতিরা। মানুষ এর জবাব দেবে।”

Latest article