ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিন

চলতি বছর মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। সময় সূচী পরিবর্তন হয়েছিল।

Must read

চলতি বছর মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। সময় সূচী পরিবর্তন হয়েছিল। আগে পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে। শেষ হত দুপুর ৩টে নাগাদ। এবার সেই পরীক্ষা শুরু হয় ৯টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ১টায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। ফলপ্রকাশের দিনই পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেতে চলেছেন।

আরও পড়ুন-‘বিজেপি ‘কোর্ট ফিক্সিং’ করেছে’ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানান ১২ই মে-র আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে। ২২শে এপ্রিল মাধ্যমিকের ফল ঘোষণা নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।’ ১৯শে এপ্রিল থেকে রাজ্য-সহ গোটা দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। মে-র প্রথম সপ্তাহে মাধ্য়মিকের রেজাল্ট প্রকাশিত হলে নির্বাচনের মধ্যেই হবে সেটা। রামানুজ গঙ্গোপাধ্যায় এই মর্মে বলেন, ‘লোকসভা ভোটের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। ফলে আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব।’ যদিও পরীক্ষা শেষের পরেই ৯০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-পাটনায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃ.ত ৬, আহত ৩০

উল্লেখ্য, যে সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে সেই সপ্তাহেই উচ্চ মাধ্য়মিকের ফল সামনে আসার সম্ভাবনা আছে। দু’টি ক্ষেত্রেই অনলাইনে ফল দেখতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

Latest article