বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার মৈত্রী এক্সপ্রেসে, ধৃত ২ বাংলাদেশি

ধৃত বাংলাদেশের মানিকগঞ্জ গোপালপুরের শংকরকুমার দত্ত ও চাঁদপুর উকিলপাড়ার ওয়ালিদ মেহেন্দির কাছ থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর : ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে স্টেশনে কলকাতা থেকে বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেসের (Maitri express) দুই বাংলাদেশি যাত্রীর থেকে প্রায় ৮৩ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করে ৩২ নম্বর
বিএসএফ। দুই বাংলাদেশির লাগেজ দেখে সন্দেহ হওয়ায় চেকিংয়ের জন্য নামানো হয়।

আরও পড়ুন-ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিন

আগেই বিএসএফের কাছে ট্রেনের দুই যাত্রীর কাছে বৈদেশিক মুদ্রা আছে খবর থাকায় চেকিং শুরু করে লাগেজ খুলে দেখা যায় নতুন মিক্সার গ্রাইন্ডার মেশিনের ভেতর রয়েছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। ধৃত বাংলাদেশের মানিকগঞ্জ গোপালপুরের শংকরকুমার দত্ত ও চাঁদপুর উকিলপাড়ার ওয়ালিদ মেহেন্দির কাছ থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। দুজনকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়।

Latest article