কালনা হাসপাতালে দ্রুত মিলবে নিখরচায় ডায়ালিসিস পরিষেবা

তাদের ফিট সার্টিফিকেট পেয়ে গেলেই কালনা হাসপাতালে রোগীদের এই ডায়ালিসিস পরিষবা দেওয়া চালু হয়ে যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Must read

প্রতিবেদন : কালনার কিডনি রোগীদের নিয়মিত সরকারি পরিষেবায় ডায়ালিসিস করাতে এতদিন বর্ধমান মেডিক্যাল কলেজে যেতে হত। এবার থেকে তাঁরা এই পরিষেবা পাবেন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই বিষয়ে পরিকাঠামো তৈরিও প্রায় শেষের পথে। ৩ মে রাজ্যের মেডিক্যাল টিম হাসপাতাল পরিদর্শনে আসছে। তাদের ফিট সার্টিফিকেট পেয়ে গেলেই কালনা হাসপাতালে রোগীদের এই ডায়ালিসিস পরিষবা দেওয়া চালু হয়ে যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার মৈত্রী এক্সপ্রেসে, ধৃত ২ বাংলাদেশি

কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা না মিললেও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কালনার দু-একটি বেসরকারি হাসপাতালে এই সুযোগ পাওয়া গেলেও হয়রানি হতে হয় বলে অনেকের অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালুর দাবি জানিয়ে আসছিলেন রোগী ও তাঁদের পরিজন। কয়েক মাস আগে পিপিপি মডেলে ডায়ালিসিস ও সিটি স্ক্যানের অনুমোদন পাওয়ার পর সেইমতো কাজ শুরু হয়ে যায়। ডায়ালিসিসের জন্য পরিকাঠামোর কাজ শেষ হওয়ার পর এখন এটি স্বাস্থ্য দফতরের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, পাঁচ শয্যার ডায়ালিসিস পরিষেবার পরিকাঠামো দেখতে আগামী ৩ মে স্বাস্থ্যকর্তারা হাসপাতাল পরিদর্শনে আসছেন। ওই টিমের ফিট সার্টিফিকেট মিললেই এখানে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে যাবে। আর বিনামূল্যে মিলবে সরকারি পরিষেবাও। ফলে বহু গরিব মানুষ আর্থিক সহায়তা পেয়ে বেঁচে যাবেন।

Latest article