প্রতিবেদন : ময়দানে পা রাখছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ক্লাব কলকাতা লিগের প্রথম ডিভিশন লিগে খেলার জন্য আইএফএ-র কাছে আবেদন জানিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবারই এই মর্মে একটি চিঠি জমা পড়েছে আইএফএ অফিসে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নামে কলকাতার প্রথম ডিভিশন লিগে খেলতে চেয়ে এই আবেদনপত্র জমা পড়েছে আইএফএ কার্যালয়ে। ক্লাবের চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। কোচের ভূমিকায় কৃষ্ণেন্দু রায়। নতুন ক্লাবের সভাপতি হয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-৫৬ একরে স্পোর্টস সিটি
গত ডিসেম্বরে এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে অভিষেক ডায়মন্ড হারবারের ক্রীড়াপ্রেমী মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক বছরের মধ্যে এলাকা থেকে একটি ফুটবল দল কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে নামবে। তার জন্য ছয় মাসের মধ্যে আইএফএ-র কাছে আবেদন করা হবে। কথা রাখলেন অভিষেক। সাংসদের এই পদক্ষেপে খুশির হাওয়া ডায়মন্ড হারবারের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে।
গত কয়েক বছরে এমপি কাপ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে অভিষেক জানিয়েছিলেন, শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা বাংলা থেকেই সেরা প্রতিভা অন্বেষণ করে কলকাতা লিগের জন্য দলগঠন করা হবে। কোচ কৃষ্ণেন্দু রায় বললেন, ‘‘আমরা এখনও আলোচনায় বসিনি। প্রথম ডিভিশনে বিদেশি খেলানো যাবে না। চেষ্টা করব ভাল দল গড়তে।’’ একই দাবি করেছেন ক্লাবের সচিব মানস ভট্টাচার্যও।