৫৬ একরে স্পোর্টস সিটি

ডুমুরজলা মাঠ ও সংলগ্ন ৫৬ একর এলাকা জুড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ওই স্পোর্টস সিটি। থাকছে একটি স্টেডিয়াম।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়ায় স্পোর্টস সিটি তৈরির কাজ চলছে জোরকদমে। ডুমুরজলা মাঠ ও সংলগ্ন ৫৬ একর এলাকা জুড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ওই স্পোর্টস সিটি। থাকছে একটি স্টেডিয়াম। যা তৈরি করবে সিএবি। এরই সঙ্গে পুরো এলাকাটি জুড়ে গড়ে উঠবে একাধিক ইন্ডোর ও আউটডোর গেমসের উপযোগী পরিকাঠামো। এই স্পোর্টস সিটিতে ফুটবল ও হকি গ্রাউন্ডের পাশাপাশি থাকছে ওপেন এয়ার জিম।

আরও পড়ুন-১৪৫ বন্দিকে মুক্তি দিল রাজ্য

এছাড়াও শিশুদের জন্য থাকছে পার্ক ও বিশেষ উদ্যান। প্রবীণদের জন্য থাকছে সিনিয়র সিটিজেন কর্নার। স্পোর্টস সিটি তৈরির কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন হিডকোর এমডি দেবাশিস সেন। তিনি স্পোর্টস কমপ্লেক্সের পুরো এলাকাটি ঘুরে দেখেন। কীভাবে কাজ চলছে তাও পরিদর্শন করেন। হিডকোর তরফেই কাজ করা হচ্ছে। পুরো এলাকা পরিদর্শন করে দেবাশিস সেন জানান, ‘‘দ্রুত গতিতে স্পোর্টস সিটি তৈরির কাজ চলছে। কয়েকমাসের মধ্যেই কাজ হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘ডুমুরজলা স্পোর্টস সিটিতে এখন শিশুদের পার্ক, সিনিয়র সিটিজেন কর্নার, ওপেন এয়ার জিম, ফুটবল ও হকি গ্রাউন্ড, নিকাশি এবং আলোর কাজ চলছে। শিশুদের জন্য এখানে একটি আইল্যান্ডও তৈরি করা হচ্ছে। পুরো এলাকাটি পরিদর্শন করলাম।

আরও পড়ুন-পাচার হওয়ার পথে হাওড়ায় বাজেয়াপ্ত সিহর্স

কয়েকমাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।’’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় প্রশাসনিক বৈঠক করতে এসে ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সকে ঘিরে আধুনিকমানের স্পোর্টস সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন। হিডকো এবং কেএমডিএ-র উদ্যোগে জোরকদমে কাজ শুরু হয়। এখানে স্টেডিয়াম ও ইন্ডোর-আউটডোর গেমসের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ১২ তলা পার্কিং লট, ৪০ তলা স্পোর্টস সেন্টার, জলাশয় এবং পর্যাপ্ত সবুজায়নেরও ব্যবস্থা থাকবে। থাকবে হেলিপ্যাড, শপিং কমপ্লেক্স এবং আবাসন। এই স্পোর্টস সিটি তৈরির কাজ শেষ হয়ে গেলে খেলাধুলার ক্ষেত্রে হাওড়া এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

Latest article