নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কৃষকদের আয় দ্বিগুণ করার বারবার প্রতিশ্রুতি দিলেও সংসদে তার কোনও নির্দিষ্ট জবাব দিতে পারল না মোদি সরকার। দেশের স্বাধীনতার ৭৫ বছর এবং অমৃত মহোৎসবের বছরের মধ্যেই কৃষকদের আয় দ্বিগুণ করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল।
আরও পড়ুন-যুদ্ধের জেরে বড় ধাক্কা দেশের শেয়ার বাজারে
আর তা নিয়েই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট জবাব চান। যদিও লিখিত প্রশ্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক সাফাই হিসাবে কয়েকটি প্রকল্পের নামোল্লেখ করলেও কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে কোনও নির্দিষ্ট জবাব দিতে পারেননি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে সরকারের পরিকল্পনা কী। উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ২০১৬ সালের এপ্রিলে এই বিষয়ে আলোচনা করতে একটি আন্তঃমন্ত্রক পর্যায়ের কমিটি গঠন করা হয়। ২০১৮ এর সেপ্টেম্বরে কমিটির রিপোর্ট আসার পরে ফের একটি এমপাওয়ার্ড কমিটি করে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ অন্তঃসারশূন্য পদক্ষেপ, এবং শুধু গালভরা নামের কমিটি গঠন।
আরও পড়ুন-মিতালিদের আজ বদলার ম্যাচ, সামনে ইংল্যান্ড
শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মোদি সরকার কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে দায় চাপিয়েছে রাজ্যের ঘাড়েই। কৃষিমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। একইসঙ্গে নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, ন্যূনতম সহায়কমূল্য দেড়গুণ বৃদ্ধি করা, খাদ্যশস্য কেনার পরিমাণ বৃদ্ধির মতো পদক্ষেপ করা হয়েছে। যদিও তার ফলে কৃষকদের আয় কতগুণ বৃদ্ধি হয়েছে তার কোনও সদুত্তর নেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর জবাবে।