মিতালিদের আজ বদলার ম্যাচ, সামনে ইংল্যান্ড

গত ওয়ান ডে বিশ্বকাপে এই ইংল্যান্ডের কাছে ফাইনাল হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ঝুলন-হরমনপ্রীতদের। তাই এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতীয়দের সামনে।

Must read

মাউন্ট মাউনগানুই, ১৫ মার্চ : চার ম্যাচে তিনটিতে জয়, একটি হার। ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের শেষ চারের দৌড়ে মিতালি রাজের ভারত। বুধবার কাপ অভিযানে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ভারতীয় মেয়েরা। এবার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত ওয়ান ডে বিশ্বকাপে এই ইংল্যান্ডের কাছে ফাইনাল হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ঝুলন-হরমনপ্রীতদের। তাই এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতীয়দের সামনে।

আরও পড়ুন-ছন্দ ধরে রাখতে চান হরমনপ্রীত

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে এনেছিল ভারত। তাই আত্মবিশ্বাসের চূড়ায় থেকে বুধবার হিদার নাইট, লরা মার্শদের বিরুদ্ধে নামছেন স্মৃতি মান্ধানারা। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবে ভারত। উল্টোদিকে, ইংল্যান্ড টুর্নামেন্টে পরপর তিন ম্যাচ হেরে কোণঠাসা। বিশ্বকাপে শেষ চারের দৌড়ে থাকতে হলে এই ম্যাচে ভারতকে হারাতেই হবে তাদের। তাই উপভোগ্য লড়াইয়ের প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ইংল্যান্ড ম্যাচের আগেই আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে নেমে গেলেন দুই ভারতীয় তারকা ব্যাটার অধিনায়ক মিতালি, ঝুলন ও স্মৃতি।

আরও পড়ুন-ডেনমার্ক দলে ফিরলেন এরিকসেন, মৃত্যুমুখ থেকে জাতীয় দলে

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েও চার থেকে ছয়ে নামলেন ঝুলন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন জানিয়েছেন, ইংল্যান্ডের জন্য এটা বিশাল ম্যাচ। নাসের বলেন, ‘‘তিনটে ম্যাচ খেলে তিনটিতেই হার। ওদের অনেক কিছু করতে হবে। ভারতের বিরুদ্ধে খুব বড় ম্যাচ ইংল্যান্ডের। ভারত ভাল খেলছে। হরমনপ্রীত, স্মৃতি দুর্দান্ত খেলেছে। ইংল্যান্ডের এই ম্যাচ সহজ হবে না।’’

Latest article