স্টয়নিসের দাপটে জিতল লখনউ

চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের কাছে ৪ উইকেটে হেরে গেলেন হার্দিক পান্ডিয়ারা।

Must read

লখনউ, ৩০ এপ্রিল : চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের কাছে ৪ উইকেটে হেরে গেলেন হার্দিক পান্ডিয়ারা। বল হাতে এক উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে লখনউয়ের জয়ের নায়ক মার্কাস স্টয়নিস।

আরও পড়ুন-রেল কলোনিতে অত্যাচার বরদাস্ত করবে না তৃণমূল

এদিন প্রথমে ব্যাট করতে নেমে, স্কোরবোর্ডে ২৭ রান তুলতে না তুলতেই ৪ উইকেট খুইয়ে বসেছিল মুম্বই। রোহিত শর্মাকে (৪) প্যাভিলিয়নে ফেরান মহসিন খান। সূর্যকুমার যাদব (১০) স্টয়নিসের শিকার। তিলক ভার্মা ৭ রান করে রানআউট হন। হার্দিক (০) প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন।
ওই পরিস্থিতিতে নিহাল ওয়াধেরাকে নিয়ে দলকে টানছিলেন ঈশান কিশান। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে রবি বিষ্ণোইয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশানও। তাঁর অবদান ৩৬ বলে ৩২। ওয়াধেরা ৪১ বলে ৪৬ রান করে মহসিনের দ্বিতীয় শিকার হন। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রানকে দেড়শোর কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন টিম ডেভিড।

আরও পড়ুন-কমিশনের ট্যুইস্ট, রহস্যজনকভাবে দুই দফাতেই ৬% ভোটবৃদ্ধি, প্রশ্ন বিরোধীদের

যদিও কম পুঁজি হাতে নিয়েও ম্যাচ শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন মুম্বইয়ের বোলাররা। স্টয়নিস ও কে এল রাহুল (২৮) যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হয়েছিল অনায়াসে জিতবে লখনউ। কিন্তু রাহুল আউট হতেই পরপর উইকেট পড়তে থাকে। আর স্টয়নিস ৪৫ বলে ৬২ করে আউট হওয়ার পর, রীতিমতো চাপে পড়ে গিয়েছিল লখনউ। যদিও টানটান উত্তেজনার মধ্যে দলকে জয় এনে দেন নিকোলাস পুরান (১৪ বলে অপরাজিত ১৪)।

Latest article