ডেনমার্ক দলে ফিরলেন এরিকসেন, মৃত্যুমুখ থেকে জাতীয় দলে

প্রথমে ক্লাব ফুটবলে। তারপর আরও বড় মঞ্চে। ডেনমার্কের জার্সিতে এবার দেখা যাবে একসময় ইন্টার মিলানের হয়ে খেলা এই তারকাকে।

Must read

কোপেনহাগেন, ১৫ মার্চ : এভাবেও ফিরে আসা যায়! যায় যে, সেটা দেখালেন দেখালেন ক্রিশ্চিয়ান এরিকসেন।
গত বছর ইউরো কাপে খেলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমাকের্র ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার। যমে-মানুষে টানাটানির শেষে প্রাণে বাঁচলেও এরিকসেন আবার কখনও ফুটবল খেলবেন, সেটা ভাবাই যায়নি। কিন্তু তিনি ফিরলেন। প্রথমে ক্লাব ফুটবলে। তারপর আরও বড় মঞ্চে। ডেনমার্কের জার্সিতে এবার দেখা যাবে একসময় ইন্টার মিলানের হয়ে খেলা এই তারকাকে।

আরও পড়ুন-কুম্বলেকে টপকে যেতে পারে অশ্বিন : গাভাসকর

চলতি মাসের শেষে নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ডেনমার্ক। সেই দুই ম্যাচের জন্য এরিকসেনকে জাতীয় দলে ডেকে নিয়েছেন কোচ কাস্পার হিজুলমান্ড। ২৩ জনের দলে রয়েছেন এই মিডফিল্ডার। সিরি ‘এ’ নিয়মের গেরোয় আটকে পড়ায় ইন্টার মিলান এরিকসেনকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল। ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) লাগানো কোনও ফুটবলারের ইতালি লিগে খেলার অনুমতি নেই। তাই এরিকসেনের চুক্তি বাতিল করেছে ইন্টার।
এরপর তিনি গত জানুয়ারিতে যোগ দেন ইপিএলের ক্লাব ব্রেন্টফোর্ড-এ। প্রথমে অনুশীলন, পরে ম্যাচেও নেমে পড়েন এরিকসেন। এবার ফিরে এলেন তাঁর ছেড়ে যাওয়া জায়গায়। নামবেন জাতীয় দলের জার্সিতে। ডেনমার্ক ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Latest article