কুম্বলেকে টপকে যেতে পারে অশ্বিন : গাভাসকর

অনিল কুম্বলের ৬১৯ টেস্ট উইকেটকে টপকে যেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। জানালেন সুনীল গাভাসকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২টি উইকেট নিয়েছেন চেন্নাইয়ের অফস্পিনার।

Must read

মুম্বই, ১৫ মার্চ : অনিল কুম্বলের ৬১৯ টেস্ট উইকেটকে টপকে যেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। জানালেন সুনীল গাভাসকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২টি উইকেট নিয়েছেন চেন্নাইয়ের অফস্পিনার। এই সিরিজে তিনি টপকে গিয়েছেন কপিলদেবের ৪৩৪ উইকেটকে। অশ্বিনের পকেটে এখন ৪৪২টি টেস্ট উইকেট।

আরও পড়ুন-শাকিলের রোনাল্ডো হওয়ায় বাধা দারিদ্র

গাভাসকর মেনে নিয়েছেন, কুম্বলের ছ’শো উইকেট থেকে অশ্বিন এখনও অনেক দূরে। কিন্তু তাঁর উইকেটের খিদে ও প্রতি ম্যাচেই নিজেকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জেদ তাঁকে এই লক্ষ্যে পৌঁছে দিতে পারে। অশ্বিন উইকেট নেওয়ার দিক থেকে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ও ক্রিকেট দুনিয়ায় অষ্টম। কিন্তু যেভাবে প্রতি সিরিজেই তাঁর ঝুলিতে উইকেট জমা পড়ছে তাতে নতুন মাইলফলকে তিনি পৌঁছে যেতেই পারেন বলে জানিয়েছেন লিটলমাস্টার। তাঁর কথায়, ‘‘এখনও অনেক দূর। আরও ১৬০-এর মতো উইকেট নিতে হবে। কিন্তু অশ্বিন এটা করতে পারে। কারণ, ও ক্রমশ উন্নতি করছে।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বোলার হিসাবে একশো উইকেট নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন-নিয়ম বদল আইপিএলে

এক-দেড় বছর আগে অশ্বিন যে লেগ স্পিনেরও চেষ্টা করেছিলেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন গাভাসকর। তাঁর মতে, কারও পকেটে যদি পাঁচশোর মতো উইকেট থাকে, তাহলে সে এমন ঝুঁকি নিতেই পারে। স্টার স্পোর্টসে প্রাক্তন টেস্ট ওপেনার আরও বলেছেন, ‘‘অশ্বিন এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না। হয়তো মার খায়, তবে এরকম হতেই পারে। তবে ও কিন্তু ব্যাটারের মনে চাপ সৃষ্টি করছে। এদিক থেকে দেখলে অশ্বিন আর বুমরা অনেকটা এক। ওরা আক্রমণাত্মক বোলার। উইকেট নিতে চায়।’’ গাভাসকর প্রশংসা করেছেন শ্রেয়স আইয়ারেরও। তিনি জানিয়েছেন, আর ছ-সাত মাসের মধ্যে শ্রেয়স ভারতীয় ক্রিকেটে বড় কিছু হতে পারেন।

Latest article