প্রতিবেদন : লগ্নির খোঁজে এগোল ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমান লগ্নিকারী শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ আসন্ন। এই অবস্থায় নতুন লগ্নিকারীর খোঁজে বাংলাদেশে গিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান তথা বসুন্ধরা গ্রুপের কর্ণধার সায়েম সোবহান আনভিরের সঙ্গে বৈঠক করলেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে কি আইএসএল খেলার জন্য নতুন লগ্নিকারী নিশ্চিত? বাংলাদেশ থেকে ফোনে লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘শুরুটা হল। সবেমাত্র সকাল হল বলা যায়। মিলিতভাবে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে আমরা এগোব। লগ্নি আনার ক্ষেত্রে আমরা কিছুটা এগোতে পারলাম। এটুকু বলতে পারি।’’ ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দু’পক্ষের আলোচনায় ঠিক হয়েছে, উপমহাদেশের ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব যৌথভাবে কাজ করবে। ফুটবল পরিকাঠামোয়, নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুণগত মানোন্নয়নের লক্ষ্যেও কাজ করবে দুই ক্লাব।