বোর্ড গঠনে নির্দেশ না মানায় বহিষ্কার

Must read

প্রতিবেদন : কালনা এবং খড়ার পুরসভার নতুন বোর্ডকে স্বীকৃতি দেবে না তৃণমূল কংগ্রেস। বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। পুরবোর্ড গঠনের ক্ষেত্রে যে সমস্ত কাউন্সিলর দলের নির্দেশ অমান্য করছেন তাঁদের সাসপেন্ড করা হবে। বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim)। এদিন সন্ধ্যাতেই দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় কালনা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তপন পোড়েলকে। বিক্ষুব্ধদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই তপন পোড়েলকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে বুধবার এ বিষয়ে কথা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমের (Minister Firhad Hakim)। নেত্রী জানিয়ে দিয়েছেন দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাঁর কঠোর মনোভাবের কথা। কোচবিহারের মাথাভাঙা এবং দিনহাটা পুরসভাতেও এদিন বোর্ড গঠন নিয়ে অশান্তি দেখা দেয়। তবে শীর্ষনেতৃত্বের নির্দেশ মানার ক্ষেত্রে এদিন কড়া অবস্থান নেয় জেলা নেতৃত্ব। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসে যায়। খড়ার পুরসভায় বিজেপির সমর্থনে চেয়ারম্যান হয়েছেন দলের বিক্ষুব্ধ কাউন্সিলর। কালনাতেও দলের প্রস্তাবিত চেয়ারম্যানকে না মেনে বিক্ষুব্ধদের মদতে ভোটাভুটিতে তাঁকে হারিয়ে দিয়ে চেয়ারম্যান হয়েছেন বিক্ষুব্ধ কাউন্সিলর।

আরও পড়ুন-সিঙ্গুরে জমির মালিকরা ঠিক করবেন কী করবেন

Latest article