সিঙ্গুরে জমির মালিকরা ঠিক করবেন কী করবেন

Must read

প্রতিবেদন : কৃষক আন্দোলনে দেশকে দিশা দেখিয়েছিল হুগলির সিঙ্গুর (Singur)। শিল্পের জন্যে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিরোধের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন কৃষকরা। পুরোভাগে ছিলেন নেত্রী। সময়ের সেই জ্বলন্ত দলিল, মা-মাটি-মানুষের সরকারের ভিত্তি। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ফিরে এল সিঙ্গুর প্রসঙ্গ। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রতিশ্রুতিমতোই রাজ্য সরকারের তরফে সিঙ্গুরে কৃষকদের হাতে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ভূখণ্ডগুলি একেবারেই ব্যক্তিগত জমি। ফলে জমির মালিকরাই ঠিক করবেন, সেই ভূখণ্ডে তাঁরা কী করবেন। সেখানে কেউ চাষ করতে পারেন, চাইলে সেখানে পুকুরখননও করতে পারেন। এটা তাঁদের বিষয়। এর জন্যে আলাদাভাবে কৃষি দফতরের কোনও অনুমোদন লাগে না। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক জানতে চেয়েছিলেন, সিঙ্গুরের (Singur) জমিতে যে পুকুরখনন হচ্ছে, তার জন্যে কৃষি বা মৎস্য দফতরের অনুমোদন নেওয়া হয়েছে কি না। এই প্রসঙ্গেই মন্ত্রী (Sovandeb Chattopadhyay) বলেন, আমরা কৃষকদের পাশে।

আরও পড়ুন-পাঁচামি চালু হলে দাম কমবে বিদ্যুতের

Latest article