কর্মিসভায় উষ্ণ অভ্যর্থনা বাবুলকে

Must read

প্রতিবেদন : তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে (TMC Candidate Babul Supriyo) কেন্দ্র করে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রথম কর্মিসভা কার্যত জনসভায় পরিণত হল। সংখ্যালঘু অধ্যুষিত ৬০ নম্বর ওয়ার্ডে কর্মী-সমর্থকদের কাছে উষ্ণ অভ্যর্থনা পেলেন বাবুল। তৃণমূল প্রার্থী আসার আগেই এদিন স্থানীয় পার্ক হল কানায় কানায় ভরে যায়। কর্মিসভায় বাবুল (TMC Candidate Babul Supriyo) ৬০ নম্বর ওয়ার্ডের এমন আয়োজন দেখে আপ্লুত। তিনি বলেন, ‘‘এখানকার মানুষের ভালবাসা পেয়ে আমি আপ্লুত। আর এ সবই সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমি তাঁর প্রতিনিধি মাত্র।” বাবুল বলেন, ‘‘আমি দীর্ঘ আট বছর একটি অন্য দলে ছিলাম। এখন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছি। আমি এখন দিদির প্রতিনিধি। সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। সকলকে নিয়ে চলতে চাই। কারও মনে কোনও প্রশ্ন থাকলে সেটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। শুধু এটুকু বলব, আমি যখন যেখানেই থাকি, সেখানেই মন দিয়ে কাজ করি। শুধু দল পরিবর্তন করলে তো হবে না, কাজের মাধ্যমে আমাকে সেটা প্রমাণও করতে হবে। আমি সেই চেষ্টাই করব।” পাশাপাশি বাবুল আরও বলেন, ‘‘অন্য দল থেকে নতুন কেউ দলে এলে যেমন প্রশ্ন ওঠা স্বাভাবিক, ঠিক একইভাবে আমার পুরনো দল বিজেপির সোশ্যাল মিডিয়ার লোকেরা আমার পুরনো ভিডিও থেকে কিছু বাছাই করা ফুটেজ নিয়ে সেগুলি এখন বাজারে ছাড়ছে। তারও জবাব দিতে তৈরি আমি।” তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে যেভাবে সম্মান দিয়েছেন, স্বাগত জানিয়েছেন তাতে আপ্লুত বাবুল। প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রতিই আস্থা হামরো পার্টির

Latest article