প্রতিবেদন : অসংদীয় পথে হইহট্টগোল। বাজেট অধিবেশনের শুরুর দিন থেকেই অভব্য আচরণ করে অধিবেশন বানচালের পরিকল্পনা। এভাবে পরপর টানা বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, বিরোধীরা যা করছেন তা দুর্ভাগ্যজনক৷ বিধানসভার ইতিহাসে এরকম কোনওদিন হয়নি।
আরও পড়ুন-ময়নাগুড়িতে পুরবোর্ড গঠন
বৃহস্পতিবারেও অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণের সময় বিরোধীরা অধিবেশন কক্ষে না থাকায় ক্ষুব্ধ স্পিকার বলেন, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আশা করি আগামী দিনে এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ বিরোধী দলের। বৃহস্পতিবার সাপ্লিমেন্টারি বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মোট ২০ হাজার ৭৫১. ৫৩ কোটি অতিরিক্ত খরচ করেছে। বাংলার মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক প্রকল্পে এই খরচ করা হয়েছে। বাংলার কয়েক কোটি মানুষ এর সুফল পেয়েছেন। রাজ্য সরকারকে সুদ দিতে হচ্ছে, ৪ হাজার ৫৬৬ কোটি টাকা। এছাড়া আরও ১৬৬ কোটি টাকা অতিরিক্ত সুদও দিতে হচ্ছে। বিধানসভায় ৫ বিধায়কের আসন বদল করেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সৌমেন কাঞ্জিলাল, তন্ময় ঘোষ ও মুকুল রায়ের বসার ব্যবস্থা এক সারিতে করার নির্দেশ দেন স্পিকার।