কোচবিহারকে হেরিটেজ শহর গড়ব : রবীন্দ্রনাথ

কোচবিহার পুরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহার পুরসভার বোর্ড গঠন হয়।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কোচবিহার পুরসভার চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহার পুরসভার বোর্ড গঠন হয়। চেয়ারম্যান হিসাবে প্রাক্তন মন্ত্রী তথা ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান হিসাবে ৯ নম্বর ওয়ার্ডের আমিনা আহমেদকে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন-বিরোধীরা নিজেদের বদলান

রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার পুরসভায় পৌঁছন। সেখানে জয়ী কাউন্সিলরদের নির্দিষ্ট নিয়ম মেনে শপথবাক্য পাঠ করান কোচবিহার সদর মহকুমার শাসক শেখ রাকিবুল রহমান। চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, ভবানীগঞ্জ বাজারের সমস্যার সমাধান করা, শহরকে সাজানো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারকে হেরিটেজ গড়ে তোলার যে স্বপ্ন তা আমরা সকলে মিলে একসঙ্গে পূরণ করব।” তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সকলকে শুভেচ্ছা জানান।

Latest article