অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : আসানসোলকে ভাটপাড়া বানাতে এলে তার ফল ভুগতে হবে বিজেপিকে। আসানসোলের দলীয় দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নাম না করে এই ভাষাতেই অর্জুন সিংকে সতর্ক করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি. শিবদাসন দাশু। গতকালই অর্জুন সিং আসানসোলের বিজেপি দফতরে আসন্ন লোকসভা উপনির্বাচন সংক্রান্ত একটি দলীয় বৈঠক করেন।
আরও পড়ুন-কোচবিহারকে হেরিটেজ শহর গড়ব : রবীন্দ্রনাথ
শিবদাসন বলেন, আমাদের কাছে খবর আছে উপনির্বাচনে টাকা ছড়িয়ে গায়ের জোরে ভোট করানোর নীলনকশা তৈরি করছে বিজেপি। সেই কারণেই দলের পক্ষ থেকে আসানসোলের উপনির্বাচনে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তিনি বলেন, ওরা ভেবেছে অর্জুন সিংয়ের গুন্ডা বাহিনীকে ময়দানে নামিয়ে ভোট লুঠ করে নেবে? ২০১৯-এর লোকসভা নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে সামনে এগিয়ে দিয়ে অবাধে ভোট লুঠ করেছিল বিজেপি, আসানসোলের উপনির্বাচনেও সেই একই পদ্ধতিতে ভোট লুঠ করে ওরা জিতে যাবে? ওদের যাবতীয় নোংরামির জবাব মানুষ ভোটযন্ত্রের মাধ্যমেই দিয়ে দেবেন বলে জানান শিবদাসন। বিরোধী দলের কারওর নাম না করেই তিনি বলেন, ওরা কি ওদের নিজেদের মুখগুলো আয়নায় দেখেছে? দেখে থাকলে হাস্যকর ভাবে কিছু অবান্তর বিষয় নিয়ে বাজার গরম করতে নামত না। তিনি স্মরণ করিয়ে দেন গুজরাতের বাসিন্দা হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে দু’বার লোকসভার সদস্য হয়েছেন। যারা নিজেরা কাচের ঘরে বসে আছে, তাদের মুখে কোনও সমালোচনা মানায় না বলে মন্তব্য করেন দাশু।
আরও পড়ুন-বিরোধীরা নিজেদের বদলান
তিনি বলেন, যাঁরা এই আসন থেকে জয় পাবেন বলে বড়াই করছেন তাঁদের দলের প্রার্থী কে হবেন সেটাই এখনও ঠিক করতে পারল না দল। কারণ ওই দলে টিকিটের প্রত্যাশী তো প্রত্যেকেই, হাজারটা উপদলে বিভক্ত। একজনকে টিকিট দিলে অন্যরা সেই প্রার্থীকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে। এই তো ওদের সংস্কৃতি। দাশু বলেন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা আজ দলবদল করে বড় বড় কথা বলছেন, ওঁদের মনে রাখা উচিত, উঠতে-বসতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঁরা কুৎসা আর মিথ্যা অপপ্রচার করে চলেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওঁদের কেউই একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে পারতেন না। তিনি ফের একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে কোনওরকম গুন্ডামি করতে এলে আসানসোলের মানুষই মেরে ওদের ঠ্যাং ভেঙে দেবে। তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা ও প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিনহা দু’ লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন বলে এদিনও দাবি করেন শিবদাসন।