প্রতিবেদন : মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী পড়ুয়াদের স্বপ্ন পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প। আর সেই প্রকল্প চালুর সময় থেকেই রাজ্যজুড়ে তা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এ রাজ্যে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন-আসানসোল ভাটপাড়া হবে না
এর মধ্যে ৮,৭০৫ জনকে কার্ড প্রদানও করা হয়েছে। বিধানসভায় বিজেপির বিধায়ক মনোজ টিগ্গার প্রশ্ন ছিল, এখনও পর্যন্ত ঠিক কতজন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়েছেন। তার জবাবেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওই তথ্য তুলে ধরেন। এর পাশাপাশি বিজেপি বিধায়কের প্রশ্ন ছিল, ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে রাজ্যে মোট কত প্রাথমিক বিদ্যালয় আছে? তার উত্তরে ব্রাত্য বসু জানান, সংখ্যাটা ৫০,৩৬১। এখনও পর্যন্ত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীর অভাবে রাজ্যে কোনও বিদ্যালয় বন্ধ হয়নি। বিজেপি বিধায়কের পরবর্তী প্রশ্ন ছিল, কোন কোন ভাষায় কতগুলো স্কুল রয়েছে রাজ্যে? তার উত্তরে ব্রাত্যবাবু জানান, রাজ্যে বাংলা ভাষায় স্কুল রয়েছে ৪৭,৬০২টি, ইংরেজি ভাষার স্কুল রয়েছে ৭১৯টি, হিন্দি ভাষার স্কুল রয়েছে ১,২১৩টি, উর্দু ভাষার স্কুল রয়েছে ৩৬৪টি, নেপালি ভাষার ১৬৬টি এবং সাঁওতালি ভাষার ৪৭টি স্কুল রয়েছে এই রাজ্যে।