আততায়ীর সন্ধান দিলেই মিলবে পুরস্কার, অপরাধীর স্কেচ করাল পুলিশ

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, কেউ যদি আততায়ীর সন্ধান দিতে পারেন, তাঁকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : খুনের মোটিভ এখনও জানা যায়নি। তবে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সুপারি কিলার থাকতে পারে বলে ধারণা পুলিশের। কারণ প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আততায়ীর যে বর্ণনা পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, খুনি বহিরাগত। সেই সম্ভাব্য খুনির সন্ধানে প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী একটি স্কেচ প্রকাশ করল পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কেচটি প্রকাশিত হয়। খুব শীঘ্র খুনের মোটিভ জানা যাবে বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন-স্বপ্নপূরণে কান্ডারি মুখ্যমন্ত্রী

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, কেউ যদি আততায়ীর সন্ধান দিতে পারেন, তাঁকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। মুখ্যমন্ত্রী নিজে পরিষ্কার বলেছেন, অপরাধী যেই হোক, ছাড়া পাবে না। ইতিমধ্যে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। এদিকে এই ঘটনা ঘিরে এলাকায় ক্রমাগত উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কংগ্রেস বিজেপি ও বাম দলগুলি। তবে ঝালদার মানুষ প্ররোচনায় পা দিচ্ছেন না। তাঁরা ভরসা রেখেছেন পুলিশি তদন্তে। এই খুনের তদন্তে নানা তত্ত্ব উঠে আসছে। সরকারিভাবে কিছু না বলা হলেও জানা গিয়েছে, খুনের নেপথ্যে রয়েছে আর্থিক লেনদেন। নিহত কাউন্সিলর বিভিন্ন বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ এইসব নিয়ে তদন্ত করছে। মূল বিষয়টি হল, এই খুন করানো হয়েছে সুপারি কিলার দিয়ে।

Latest article