রাঁচি, ১৮ মার্চ : হোলিতে রাঁচিকে তাঁর উপহার। তিনদিনের জন্য মহেন্দ্র সিং ধোনি খুলে দিলেন তাঁর সাধের ফার্মহাউস। ঘোরাফেরা, সবজি কেনাকাটা, সবই করা কাছে এই তিনদিন। শুরু হয়েছে বৃহস্পতিবার। চলবে শনিবার পর্যন্ত। রাঁচির উপকণ্ঠে রিং রোডের ধারে সিম্বোতে ৪৩ একর জমির উপর সুবিশাল এই ফার্মহাউস। যেখানে সবজি থেকে শুরু করে গম, মাছ, সবকিছুরই উৎপাদন হয়। ধোনি নিজে চাষবাসে খুব উৎসাহী। ক্রিকেট ছাড়ার পর এতেই মেতে আছেন। এই মুহূর্তে অবশ্য তিনি সিএসকের আইপিএল প্রস্তুতিতে ব্যস্ত।
আরও পড়ুন-বেসুরো শরিক
ধোনির এই ফার্মহাউসে ডেয়ারি ব্যবসারও ব্যবস্থা আছে। আছে পোল্ট্রিও। এখানে স্ট্রবেরি, পেঁপে, তরমুজ, পেয়ারা, ক্যাপসিকাম, টমেটো, মাছ, গম, সবকিছুরই বিশাল পরিমাণে উৎপাদন হয়। সময় পেলে ধোনি নিজেও মাঠে নেমে পড়েন।
পঞ্চাশ টাকায় স্ট্রবেরি প্যাকেট-সহ এই তিনদিনে শাক-সবজি, মাছ সবই সরাসরি কিনতে পারবেন উৎসাহীরা। শুধু দেখা মিলবে না শহরের আইকনের। তিনি ব্যস্ত ক্রিকেটে। ২৬ মার্চ ধোনির নেতৃত্বে সিএসকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআরের।