প্রতিবেদন : চলতি বিশ্বকাপের আসরে একের পর এক নজির গড়ে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে কেরিয়ারের ২০০তম একদিনের ম্যাচ খেলার নজির গড়েছেন ঝুলন। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। প্রথমজন ঝুলনের সতীর্থ তথা ভারতীয় ক্যাপ্টেন মিতালি রাজ। যিনি শনিবার কেরিয়ারের ২৩০তম একদিনের ম্যাচ খেলে ফেললেন।
প্রসঙ্গত, এটি ঝুলনের (Jhulan Goswami) পঞ্চম বিশ্বকাপ। প্রথমবার তিনি বিশ্বকাপ খেলেছিলেন ২০০৫ সালে। তারও আগে ২০০২ সালে কেরিয়ারের প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন ঝুলন। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এর আগে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারের কীর্তি গড়েছেন ঝুলন। একদিনের ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট দখলের রেকর্ড গড়েছেন। ঘরের মেয়ের এই সাফল্যে উচ্ছসিত সিএবি। সংস্থার প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘এবারের বিশ্বকাপ ঝুলন গোস্বামীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। দু’দিন আগেই উনি জোড়া রেকর্ড গড়েছেন। আজ দুশো ওয়ান ডে ম্যাচ খেলার নজির গড়লেন। এক কথায় অসাধারণ।”