কিসান সম্মাননিধির টাকা পাননি ১০ লক্ষ কৃষিজীবী, বাংলার কৃষকদের কেন্দ্রের বঞ্চনা

কৃষি দফতরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে তথ্য পরিসংখ্যান তুলে ধরে একথা জানান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের (central) কিসান সম্মাননিধি প্রকল্পে বঞ্চিত রাজ্যের (Bengal) কৃষকরা। রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে যেখানে ভাগচাষীসহ প্রায় ৭৮ লক্ষ কৃষক অর্থ সহায়তা পাচ্ছেন সেখানে কেন্দ্রের ওই প্রকল্পে ১০ লক্ষ কৃষকের সহায়তার আবেদন মঞ্জুর করা হলেও তাঁরা এখনও টাকা পাননি। সোমবার বিধানসভায় কৃষি দফতরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে তথ্য পরিসংখ্যান তুলে ধরে একথা জানান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে প্রস্তুতির রণকৌশল

তিনি বলেন, ‘‘কিসান সম্মাননিধি প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাজ্যের ৫৯ লক্ষ কৃষক ওই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। সহায়তা পেয়েছেন মাত্র ৩৮ লক্ষ। ১০ লক্ষ কৃষকের আবেদন মঞ্জুর করা হলেও এ পর্যন্ত তাঁরা কিসান প্রকল্পের একটাকাও পাননি। অন্যদিকে, রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রায় ৭৮ লক্ষ কৃষককে। তাঁদের প্রাপ্য টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী জানান, এ-রাজ্যে ভাগচাষীদেরও কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আনা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে আলাদা চাষযোগ্য জমি থাকলেও তাঁরা সকলেই এই প্রকল্পের সুযোগ পেতে পারেন। কেন্দ্রের প্রকল্পে এই সুযোগ নেই। কৃষিমন্ত্রী আরও জানান, এ-রাজ্যে ৮৬ হাজারের বেশি অক্ষম কৃষককে প্রতিমাসের প্রথম সপ্তাহে একহাজার টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনও কৃষক দুর্ঘটনার কারণে কর্মক্ষমতা হারালে ৬০ বছরের বদলে ৫৫ বছরেই তাঁরা পেনশনের আওতায় আসছেন।

Latest article