উচ্চমাধ্যমিকে প্রস্তুতির রণকৌশল

একই সঙ্গে ধন্যবাদ জানাই সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাদের যাঁরা বিভিন্ন বিষয়ে সুন্দর উত্তর লেখার কৌশল আমাকে শেয়ার করেছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে।

Must read

উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সম্মানীয় অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতামত বিনিময়ের মাধ্যমে যেসকল বিষয়ভিত্তিক টিপসগুলি পেয়েছি তা তোমাদেরকে উপস্থাপন করছি। এতে তোমরা তোমাদের ভুলগুলো দূর করে অনেক সুন্দর করে উত্তর লিখতে পারবে। একই সঙ্গে ধন্যবাদ জানাই সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাদের যাঁরা বিভিন্ন বিষয়ে সুন্দর উত্তর লেখার কৌশল আমাকে শেয়ার করেছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে।

আরও পড়ুন-‘ঝুলনকে কিছু বলতে হয় না’ অকপট স্নেহ

ড. পার্থ কর্মকার
জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডভাইসর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, প্রাক্তন উপসচিব (শিক্ষা), পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

 

বিভিন্ন বিষয়ের উপরে কিছু
গুরুত্বপূর্ণ টিপস
জীববিদ্যা (Biological Sciences)-র ক্ষেত্রে
১) সবার প্রথমেই বলব, প্রশ্নটি ভাল করে পড়ে নাও। যে উত্তরগুলি বেশি নম্বর বিভাজন রয়েছে সেইগুলি উত্তর লেখার জন্য বেছে নাও।
২) প্রশ্ন অনুযায়ী উত্তর দাও অর্থাৎ উত্তর হবে সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট (to the point)।
৩) যে প্রশ্নের সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে উদাহরণ অবশ্যই দেবে। উদাহরণের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী আলাদা করে দেবে যদি সেটা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
৪) যে-সকল প্রশ্নোত্তরে আঁকার বিষয় জড়িয়ে আছে সেখানে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে এবং ডান দিকে চিহ্নিত করবে। কীসের চিত্র নিচে লিখে দেবে।
৫) মনে রাখবে যে-সকল প্রশ্ন উত্তরে পার্থক্য লিখতে হবে বা পাশে বিষয় উল্লেখ করে দিলে ভাল হয়। মনে রাখবে উদাহরণকে কখনওই পয়েন্ট হিসাবে পার্থক্যে ধরা হবে না।

আরও পড়ুন-বিশ্বের ৩ নম্বরকে হারালেন প্রজ্ঞানন্দ

৬) কোনও উত্তর লেখার সময় যদি প্রসঙ্গক্রমে চিত্র এসে যায় তা হলে দেওয়ার চেষ্টা করবে।
৭) অপ্রয়োজনীয় কথা উত্তরে লিখবে না।
৮) বিজ্ঞানসম্মত নাম অবশ্যই ইংরেজিতে লিখবে। গণ এবং প্রজাতির নাম-এর নিচে আন্ডার লাইন করতে ভুলবে না। সব সময় মনে রাখবে গণের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হরফের এবং প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হরফের হবে।
৯) কোনও সংক্ষিপ্ত শব্দের বা Abbreviation-এর পুরো নাম লিখতে বললে অবশ্যই ইংরেজিতে লিখবে। যেমন: BOD-এর পুরো নাম Biological Oxygen Demand।
COMA/COMPUTER SCIENCE-র ক্ষেত্রে— যে বিষয়গুলি ছাত্রছাত্রীদের খেয়াল রাখতে হবে সেগুলি হল:
১. MCQ Type প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি OPTION ভাল করে পড়ে বুঝতে হবে যাতে সঠিক অপশনটি নির্বাচন করা যায়।
২. প্রশ্নের মধ্যে Full Form লিখতে বললে তোমরা ইংরেজিতে লিখবে ।

আরও পড়ুন-পোল ভল্টে ফের বিশ্বরেকর্ড মোন্ডোর

৩. Descriptive প্রশ্নের ক্ষেত্রে ভাল করে প্রশ্নটিই পড়বে । প্রশ্নের মধ্যে কোন বিষয়টি জানতে চাইছে সেই অনুযায়ী উত্তর লিখবে। যেমন লজিক গেটের প্রশ্নে ব্লক ডায়াগ্রাম না সার্কিট ডায়াগ্রাম চাইছে সেই মতো উত্তর দিতে হবে।
৪. প্রশ্নের উত্তর দেওয়ার সময় বানানের ক্ষেত্রে যত্নবান হবে।
৫. HTML-এর প্রশ্নের উত্তরগুলি লেখার সময় তার Argument ঠিকমতো লিখতে হবে Angle Bracket-এর মধ্যে| প্রতিটি ট্যাগ শুরু করার পর তার সমাপ্তি ট্যাগটি লিখতে ভুল কোরো না| (Empty ট্যাগ ছাড়া)
৬. এক্সেল-এর ক্ষেত্রে ফাংশন লেখার সময় তার syntax লিখবে এবং একটি উদাহরণের সাহায্যে দেখাবে।
৭. এক্সেলে কোনও কাজ করতে বলা হলে প্রতিটি ধাপ উল্লেখ করতে হবে। এমএস এক্সেল ২০০৭-এ কীভাবে করতে হবে সেই অনুযায়ী ধাপগুলি পরপর লিখতে হবে।
৮. কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে প্রোগ্রামিং করার সময় সিনট্যাক্স ঠিক আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন, প্রোগ্রাম লেখার সময় সেমিকোলন বা কমা ঠিক জায়গায় দিয়েছ কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রোগ্রাম লেখার পর কিছু তথ্য দিয়ে CHECK করতে হবে।
৯. কম্পিউটার সায়েন্সের প্রশ্নের ক্ষেত্রে এসকিউএল লেখার সময় প্রাইমারি-কি কোনটা আছে সেটা লক্ষ্য রাখবে এবং সম্ভব হলে SQLগুলির OUTPUT লিখবে। একাধিক টেবিল থাকলে তাদের মধ্যে INER JOIN করতে হবে।
১০. লজিক গেটের প্রশ্নগুলির ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় ঠিকমতো Arrow দিয়েছ কি না এবং আউটপুট কী হবে তার বুলিয়ান এক্সপ্রেশনগুলি পাশে লিখেছ কি না তা খেয়াল রাখবে |
১১. লজিক ডায়াগ্রাম আঁকার সময় INPUT VARIABLE ও OUTPUT EXPRESSION লিখেছ কি না তা খেয়াল রাখবে।
১২. বাস টপোলজির, স্টার টপোলজির, মেশ টপোলজির ও ট্রি টপোলজির সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় টপোলজির চিত্র আঁকবে।
কমার্সের নিম্নলিখিত বিষয়গুলোর উপর কিছু টিপস:
হিসাবশাস্ত্র (Accountancy)
১) Division of Profit among Partners এই অধ্যায়ে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করে থাকে তা হল:—
ক) অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানকে লোন দিলে, ইন্টারেস্ট অন লোন কোনও অবস্থাতেই profit and loss profit and loss appropriation Account-এ আসবে না। ঋণের উপর সুদ profit and loss account-এর Debit-এর দিকে বসবে।
খ) অংশীদারদের মূলধনের হিসাব-এ কোনও অবস্থাতেই ঋণ এবং ঋণের উপর সুদ আসবে না।
গ) আলাদা করে পার্টনার্স লোন অ্যাকাউন্ট খুলতে হবে।
ঘ) কিছু চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকলে কোনও অবস্থাতেই অংশীদাররা বেতন, কমিশন, সাম্মানিক ভাতা পাবেন না।
ঙ) চুক্তিপত্রের উল্লেখ থাকা সত্ত্বেও কোনও অবস্থাতে অংশীদাররা বেতন ফি, কমিশন, সাম্মানিক ভাতা পাবেন না যদি লোকসান হয়।
২) Accounting for issue of share- এর ক্ষেত্রে
ক) শেয়ার বাজেয়াপ্ত হলে যে পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়, পুরনো বিষয়ের পর ছাত্রছাত্রীরা উদ্বৃত্ত অর্থ ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে (Capital Reserve A/C) স্থানান্তর করে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, বাজেয়াপ্ত করা সব শেয়ারই পূর্ণ বিলি হয়েছে কি না অথবা অংশত পূর্ণ বিলি হয়েছে।
খ) শেয়ার বাজেয়াপ্ত করার সময় লক্ষ্য রাখতে হবে যে Share called up কত টাকায় হয়েছে? অন্যথায় ভুল হবার সম্ভাবনা থাকবে।
গ) Share Premium এ Share Issue করা হলে লক্ষ্য রাখতে হবে যে যদি ডাকা সকলের অর্থ শেয়ার গ্রহীতারা দিতে না পারলে, কোম্পানি বাজেয়াপ্ত করলে Share Premium-এর অর্থ share forfeiture A/C- এ কীভাবে ট্রিটমেন্ট হবে:
a) শেয়ার প্রিমিয়াম-এর অর্থ শেয়ার ইস্যুর সময় প্রদান করলে শেয়ার ফরফিচার (forfeiture) করার সময় আসবে না।
b) শেয়ার প্রিমিয়াম-এর অর্থ শেয়ার ইস্যুর সময় দিতে ব্যর্থ হলে শেয়ার ফরফিচার (forfeiture) করার সময় শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করতে হবে।
৩) ক্যাশ ফ্লো স্টেটমেন্ট (Cash flow Statement) করার সময় ভালভাবে লক্ষ্য রাখতে হবে যে প্রতিষ্ঠানটি কী ধরনের (Nature), তা না হলে অপারেটিং অ্যাক্টিভিটি (Operating Activity), ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি (Financial Activity) এবং ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি (Investment Activity)-র মধ্যে অন্তর্ভুক্ত করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।
৪) Commercial Law and Preliminaries of Auditing-এর ক্ষেত্রে—
ক) দুটি আলাদা সাবজেক্ট বা বিষয়ের অবতারণা করা হয়েছে। তাই নম্বর বিভাজন দুটি পত্রে আলাদা আলাদা করে সমানভাবে করা হয়েছে। সুতরাং পড়ার সময় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।
খ) Commercial Law-এর ক্ষেত্রে আইনের ধারাগুলি খুব সতর্কভাবে পড়তে হবে। উত্তরপত্র লেখার সময় ধারা উল্লেখ করতে হলে ছাত্র-ছাত্রীদেরকে নিশ্চিত হতে হবে।
গ) নিরীক্ষাশাস্ত্রের সংজ্ঞা লেখার সময় নির্দিষ্ট শব্দ নির্দিষ্টভাবে প্রয়োগ করতে হবে।
৫) Business Studies-এর ক্ষেত্রে—
ক) Reduced Syllabus ধরে প্রতিটি অধ্যায় খুঁটিয়ে পড়।
খ) কোনও এভরিভিয়েশন ফুল ফর্মে লিখতে গেলে সেটি ইংরেজিতে লিখতে হবে।
গ) উত্তরপত্রে যে কোশ্চেন নম্বর ব্যবহার করব সেটি যেন ইংরেজি নিউমেরিক্যাল ব্যবহার করি এ বিষয়ে সকলে খেয়াল রাখব।
ঘ) বিজনেস স্টাডিজ বা কারবারি শিক্ষার প্রতিটি অংশ পাঠ্যবইটি ধরে পড়বে। তাহলে MCQ এবং SAQ-তে কোনও ভুল হবে না।

Latest article