‘ঝুলনকে কিছু বলতে হয় না’ অকপট স্নেহ

ঝুলন গোস্বামীর ট্রেনিং, কার্যনীতি বাকিদের থেকে আলাদা। তিনি কখনও পিছিয়ে থাকেন না। এই কারণেই তিনি মেয়েদের ওয়ান ডে-তে সর্বোচ্চ উইকেটশিকারি।

Must read

হ্যামিলটন, ২১ মার্চ : ঝুলন গোস্বামীর ট্রেনিং, কার্যনীতি বাকিদের থেকে আলাদা। তিনি কখনও পিছিয়ে থাকেন না। এই কারণেই তিনি মেয়েদের ওয়ান ডে-তে সর্বোচ্চ উইকেটশিকারি। যদি ভারতকে চলতি বিশ্বকাপে আরও এগোতে হয়, তা হলে বাংলার মেয়েকে নিজের ছন্দ ধরে রাখতে হবে। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটাও তো মাথায় রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামার আগে ভারতীয় দলের অলরাউন্ডার স্নেহ রানা অবশ্য বলেন দিলেন, অভিজ্ঞ পেসার জানেন, কীভাবে ওয়ার্কলোড সামলাতে হয়। দলের তরফে তাঁকে সচেতন করার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন-বিশ্বের ৩ নম্বরকে হারালেন প্রজ্ঞানন্দ

বাংলাদেশ ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্নেহ বলেন, ‘‘দেখুন, ঝুলন দিদি একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে গিয়েছে। সে খুব ভাল করেই জানে কীভাবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। আমাদের কারও সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। ও একজন কিংবদন্তি। টিম ম্যানেজমেন্ট এবং মেডিক্যাল টিম এই ব্যাপারে আলোচনা করে ব্যাপারটা বুঝে নেবে।’’

আরও পড়ুন-পোল ভল্টে ফের বিশ্বরেকর্ড মোন্ডোর

মঙ্গলবার হ্যামিলটনের সেডন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে নামবেন ঝুলনরা। বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। সেডন পার্কের মাঠ বেশ ছোট। এই প্রসঙ্গে স্নেহ বলেন, ‘‘আমরা উইকেটে গিয়েই সব বল মারতে যাব না। পরিস্থিতি বিচার করে ব্যাট করতে হবে আমাদের। অযথা চাপ নিতে চাই না।’’

Latest article