ভোট পিছোনোর ইঙ্গিত

রামনবমীতে অশান্তির ঘটনা নিয়ে এবার বহরমপুরে ভোট পিছিয়ে দেওয়ার কথা জানালেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

Must read

প্রতিবেদন : রামনবমীতে (Ramnavami) অশান্তির (violence) ঘটনা নিয়ে এবার বহরমপুরে (Berhampur) ভোট (Vote) পিছিয়ে দেওয়ার কথা জানালেন প্রধান বিচারপতি (chief Justice) টি এস শিবজ্ঞানম। মঙ্গলবার এ সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণ দিতে গিয়ে একথা বলেন তিনি। রামনবমীর (Ramnavami) দিন বিজেপি (BJP) দুষ্কৃতীদের অশান্তি ছড়ানোয় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর।

আরও পড়ুন-শোভাযাত্রা করে বাঙালি পোশাকে মনোনয়নপত্র জমা,কনফিডেন্ট কীর্তি

এদিন শিবজ্ঞানম বলেন, নির্বাচন কমিশনকে (Election commission) বলব যাতে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। যেখানে ৪৮ ঘণ্টা মানুষ শান্তিপূর্ণভাবে কোনও অনুষ্ঠান উদযাপন করতে পারেন না, সেখানে ভোটের কোনও প্রয়োজন নেই।

Latest article