বীরভূম জেলার রামপুরহাটের (Rampurhat) বটকুই গ্রামে একাধিক মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেষ পাওয়া খবরে অগ্নিকাণ্ডে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে ঘটনার পেছনে কোনও অন্য কারণ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।এলাকাভিত্তিক কোনও বিবাদও এর পেছনে থাকলেও থাকতে পারে। রামপুরহাটের (Rampurhat) বটকুই গ্রামে ঘটনাস্থলে CID কর্তারা ও পুলিশ সুপার রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাচ্ছেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। সিট সদস্যদের মধ্যে রয়েছেন জ্ঞানবন্ত সিং, মীরাজ খালিদ, সঞ্জয় সিং। দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না ষড়যন্ত্র সবটাই খতিয়ে দেখবে প্রশাসনিক কর্তারা।