রামপুরহাটের বটকুই গ্রামে আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা

Must read

বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বটকুই গ্রামে অগ্নিকাণ্ড। মৃত একাধিক। ঘটনাস্থলে দমকলবাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী জানিয়েছেন, এখনও অবধি সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান একাধিক। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ।

প্রসঙ্গত, সোমবার রামপুরহাটের (Rampurhat) বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান, ভাদু শেখকে বোমা মেরে খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন ভাদু শেখ। বীরভূমের (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে পুলিশ তদন্ত করে দেখছে। বটকুই গ্রামে মোতাশেন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Latest article