শক্তিগড়ে ল্যাংচা খেয়ে দুঃখজনক ঘটনার প্রতিবাদে যাচ্ছেন বিজেপি-র প্রতিনিধি দল, ভিডিও প্রকাশ করে তোপ কুণাল ঘোষের

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), আশিস বন্দ্যোপাধ্যায়রা (Ashis Benarjee)।

Must read

রামপুরহাটের ঘটনার পরে বুধবার বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে । ঘটনার পর থেকেই এই নিয়ে রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। ১২ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), আশিস বন্দ্যোপাধ্যায়রা (Ashis Benarjee)।

আরও পড়ুন-ভগত সিং এর মৃত্যুদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

বুধবার, ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছিল বিজেপি (BJP)। সকালে প্রতিনিধিদলের সদস্যরা রওনায় দেন রামপুরহাটের উদ্দেশে। কিন্তু দুঃখজনক ঘটনার পরিদর্শনের যাওয়ার পথে দেখা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাচ্ছেন তাঁরা। শক্তিগড়ে নেমে রীতিমতো আনন্দ করে ল্যাংচা খাচ্ছেন। সঙ্গে কেউ খাচ্ছেন নরম পানীয়, কেউ চা।

সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পরপর দুটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, “বিজেপির পিকনিক !! গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? বুধবার সকালে। উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।”
“বিজেপির পিকনিক 2. গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।“

আরও পড়ুন-কাশ্মীর নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি

রামপুরহাটের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলে আগেই অভিযোগ তুলেছিল তৃণমূল। শাসকদলকে বদনাম করার জন্যই তৃণমূলের উপপ্রধানকে খুন করে এলাকায় আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই ঘটনা নিয়ে বিজেপি যে সস্তা রাজনীতি করছে এদিনের ল্যাংচা পিকনিক থেকেই স্পষ্ট।

 

Latest article