‘কাল আমি বীরভূমে যাব ঘটনাস্থল পরিদর্শনের জন্য’ বিরোধীদের চক্রান্ত নস্যাৎ করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার বিধবা ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোটা ঘটনার জন্য বিরোধীদের দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

Must read

রামপুরহাট কাণ্ডে(Rampurhat) ৮ জনের মৃত্যুর ঘটনায় বিরোধী দল বিজেপি(BJP) একপ্রকার মাঠে নেমে পড়েছে। ল্যাংচা খেতে খেতে উৎসবের মেজাজে রামপুরহাট পরিদর্শনে গেলেন আজ সকালে বিজেপি বিধায়করা। বুধবার বিধবা ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোটা ঘটনার জন্য বিরোধীদের দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি স্পষ্টভাবে জানালেন, সরকারকে সমস্যায় ফেলতে এই ঘটনা বিরোধীদের চক্রান্ত।

আরও পড়ুন-শক্তিগড়ে ল্যাংচা খেয়ে দুঃখজনক ঘটনার প্রতিবাদে যাচ্ছেন বিজেপি-র প্রতিনিধি দল, ভিডিও প্রকাশ করে তোপ কুণাল ঘোষের

রামপুরহাট কাণ্ডে এদিন বিরোধীদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা ঘটার পর সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের একের পর এক প্রতিনিধিকে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে। সরকার কখনো চায় না তার রাজ্যে কোনরকম হত্যাকাণ্ড ঘটুক।” এর পাশাপাশি বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “বিরোধীদের কাছে সরকারের বিরোধিতা করার কোন ইস্যু নেই। তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা চালাতে।” এরপরই মুখ্যমন্ত্রী জানান, “কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। কাল আমি বীরভূমে যাব ঘটনাস্থল পরিদর্শনের জন্য।”

আরও পড়ুন-ভগত সিং এর মৃত্যুদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

পাশাপাশি সরকার যে গোটা ঘটনায় কঠোর পদক্ষেপ নিচ্ছে সে কথা জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। তবে ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে। অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য। সাসপেন্ড করা হয়েছে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে।” একই সঙ্গে তিনি এটাও স্মরণ করিয়ে দেন, এর চেয়ে ঢের বেশি ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে। এই ঘটনার পর রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে। কিভাবে রাজ্য সরকারকে সমস্যায় ফেলা যায় বিজেপির নির্দেশমতো সেটাই করে চলেছেন রাজভবনে বসে থাকা রাজ্যপাল। শুধু তাই নয় তিনি বলেন আমার কাছে খবর রয়েছে রাজভবন থেকে এখন আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে কার কার বাড়িতে রেড করতে হবে।

Latest article