প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার রাতে শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সকালে এই খবর প্রকাশ্যে আসে, শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
আরও পড়ুন – বিরোধী নেতা আর একটা নন্দীগ্রাম চান
পরিবারসূত্রে খবর, দিন দুয়েক আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার সন্ধাবেলা এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠান চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি হননি অভিষেক চট্টোপাধ্যায়। এরপর গতকাল রাত ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন।
আট-নয়ের দশকে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ছিলেন অভিষেক (Abhishek Chatterjee)। ১৯৮৬ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ সিনেমা দিয়ে যাত্রা শুরু অভিষেকের। এরপর ‘প্রাণের চেয়েও প্রিয়’, ‘গীত সংগীত’, ‘তুফান’, ‘সুজন সখী’, ‘অমর প্রেম’, ‘দহন’, ‘নীলাচলে কিরীটি’, ‘মধুর মিলন’ -এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। ‘গীত সংগীত’ তাঁর কেরিয়ারের অন্যতম ছবি। শুধু বড়পর্দাতেই নয়, ছোটপর্দাতেও তিনি ছিলেন সমানভাবে সাবলীল। ‘খড়কুটো’ ও ‘মোহর’ – এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় অভিষেক চট্টোপাধ্যায়কে।