বিরোধী নেতা আর একটা নন্দীগ্রাম চান

Must read

প্রতিবেদন : বীরভূমের বগটুইয়ের ঘটনা নিয়ে রাজনীতি করছেন এ রাজ্যের বিরোধী দলনেতা। এই অভিযোগ তুলে বুধবার বিরোধী দলনেতা ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলনেতা তাঁকে বলেছিলেন, ‘‘নন্দীগ্রাম করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। আমরা আর একটা নন্দীগ্রাম যদি করতে পারি তাহলেই কেল্লাফতে!’’ তিনি প্রশ্ন তোলেন, এটা আগে থেকে ঠিক করা কোনও গভীর চক্রান্ত নয় তো। যাতে সারা দেশের দৃষ্টি বাংলার উপর এসে পড়ে? জয়প্রকাশ (Jayprakash Majumdar) বলেন, ‘‘যেভাবে অনেকে ৩৫৫ ও ৩৫৬ ধারা প্রয়োগের হুমকি দিচ্ছেন, সবটা এক করলে গোটা চিত্রনাট্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কোনও গভীর চক্রান্ত নয় তো? এটা শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার পরিকল্পনা নয় তো?”

আরও পড়ুন: বিধানসভায় বিস্ফোরক পঞ্চায়েতমন্ত্রী, বিরোধী নেতাই বরাদ্দ আটকাচ্ছেন

Latest article