এবার রাজ্যসভা থেকে বিদায় নিতে চলেছেন বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদ। বিদায়ী সাংসদদের জন্য চলতি মাসের ৩১ তারিখে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। উপরাষ্ট্রপতির বাসভবনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে গান গাইবেন বাংলার দুই সাংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Sekhar Roy)। গানের জন্য বেছে নেওয়া হয়েছে পাঁচ সাংসদকে। ওই পাঁচ সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন (Dola Sen), সংসদের মনোনীত সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, ডিএমকে সাংসদ ত্রিরুচি শিবা এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। যেসব সাংসদ এবার অবসর নিতে চলেছেন তাঁদের মধ্যে কংগ্রেস ও বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতা আছেন।
আরও পড়ুন: লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডেই