লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডেই

Must read

প্রতিবেদন : সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে নিজে পরাজিত হলেও বৃহস্পতিবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পুষ্কর সিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami)। শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কিত ও বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, উত্তরাখণ্ডই হবে দেশের প্রথম রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার প্রস্তাব মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রচারে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিন সেই পথে হাঁটার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েক দশক ধরেই বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধির অর্থ, দেশের সব নাগরিকের জন্য একই ধরনের আইন। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও ব্যক্তিগত পরিসরেও একই আইন কার্যকর হবে। সেক্ষেত্রে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে দেশের সব নাগরিককে একই আইন মেনে চলতে হবে।

আরও পড়ুন: অতিরিক্ত স্মার্টফোন, মনোযোগ কমেছে ৩৭% শিশুর

Latest article