মুম্বই, ২৫ মার্চ : দীর্ঘ বিলম্বের পর অবশেষে মহিলাদের আইপিএল নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল বিসিসিআই। শুক্রবার মুম্বইয়ে ছিল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। একাধিক অ্যাজেন্ডার মধ্যে অন্যতম ছিল ভারতে মেয়েদের আইপিএল। মহিলাদের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সদর্থক পদক্ষেপ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর থেকেই শুরু হচ্ছে ৬ দলকে নিয়ে মেয়েদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ।
আরও পড়ুন –কপাল ভাল ধোনির সঙ্গে খেলেছি ডুপ্লেসি বললেন
এদিন বৈঠক শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘‘মহিলাদের পূর্ণাঙ্গ আইপিএল আয়োজনের বিষয়টি অনুমোদন পেয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। সামনের বছর এটা শুরু করার আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি তা হবে।’’ আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘‘মহিলা আইপিএল আয়োজন সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। শুরুতে পাঁচ বা ছ’টি দলের লিগ হবে।’’ তবে ব্রিজেশের বক্তব্যের পর বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, ছয় দলেরই হবে মেয়েদের আইপিএল।
তবে এই বছর আগের মতোই মহিলাদের তিন দলের মিনি আইপিএল হবে। পুরুষদের আইপিএল প্লে-অফের সময় হবে এবারের মহিলা টি-২০ চ্যালেঞ্জার। এবার টুর্নামেন্ট হতে পারে পুনেতে। এদিকে আইপিএলের নকআউট পর্বের ভেনু হতে পারে আমেদাবাদ অথবা কলকাতা। দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।