কপাল ভাল ধোনির সঙ্গে খেলেছি ডুপ্লেসি বললেন

সদ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নিযুক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি গত মরশুমেও ধোনির নেতৃত্বে খেলেছেন।

Must read

মুম্বই, ২৫ মার্চ : বৃহস্পতিবারই আচমকা চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার কাঁধে নেতৃত্বভার তুলে দিয়ে সাধারণ ক্রিকেটার হিসেবেই এবার আইপিএল খেলবেন মাহি। ভারতীয় দলের মতো আইপিএল দলের নেতৃত্বও নিঃশব্দে ছেড়ে দিলেন ধোনি। ক্রিকেটমহলে বিস্ময় তৈরি হলেও মাহির এই পদক্ষেপে কোনও ভুল দেখছেন না অনেকেই। বরং ক্রিকেটমহলে শ্রদ্ধা ঝরে পড়ছে ধোনির প্রতি।

আরও পড়ুন –ফিফা ফ্রেন্ডলিতে আজ ভারতের সামনে বেলারুশ, দল ও কৌশল বদল স্টিমাচের

সদ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নিযুক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি গত মরশুমেও ধোনির নেতৃত্বে খেলেছেন। চতুর্থবার সিএসকে-র আইপিএল জয়ের পিছনে তাঁরও ভূমিকা ছিল। সেই ডুপ্লেসিও সদ্যপ্রাক্তন সিএসকে ক্যাপ্টেনকে নিয়ে উচ্ছ্বসিত। ট্যুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ডুপ্লেসি বলেছেন, ‘আমি ভাগ্যবান যে, এমএস ধোনির অধীনে দীর্ঘদিন খেলেছি। সিএসকে-তে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কীভাবে ওর ক্রিকেট মস্তিষ্ক কাজ করে। ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করা বা সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ কত সহজে ধোনিকে করতে দেখেছি।’’
ধোনির নেতৃত্বে সিএসকে চারটি আইপিএল ট্রফি জিতেছে। যার মধ্যে গত বছরের খেতাব রয়েছে। ডুপ্লেসির লক্ষ্য, প্রথমবার আরসিবি-কে ট্রফি উপহার দেওয়া।

Latest article