রাখি গরাই, বিষ্ণুপুর : ‘গান-বাজনা মতিচুর, তিন নিয়ে বিষ্ণুপুর’— এ-কথা প্রচলিত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর (Bishnupur) সম্পর্কে। মন্দিরনগরীর পাশাপাশি সংগীতনগরী হিসাবেও বহুল পরিচিত বিষ্ণুপুর। ভারতীয় ধ্রুপদী সংগীতের গুরু জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, রামশংকর ভট্টাচার্য, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, যদুনাথ (যদুভট্ট) ভট্টাচার্য, রাধিকাপ্রসাদ গোস্বামী, পদ্মশ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো বিশ্রুত শিল্পীদের তৈরি বিষ্ণুপুর ঘরানার গানবাজনার ধারা দেশবিদেশে সমাদৃত হয়ে বিপুল খ্যাতি লাভ করেছে। প্রসার ঘটিয়েছে ভারতীয় সংগীতের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের পর্যটন বিভাগ প্রতি বছরই আয়োজন করে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যালের। বিষ্ণুপুর (Bishnupur) জোড়া মন্দির সংলগ্ন পোড়ামাটির হাটে বসে এই উৎসব। রামশরণ সংগীত মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের সংগীত পরিবেশনের মাধ্যমে এবারের উৎসব শুরু হল। তিনদিন ধরে রোজ বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে গানের উৎসব। উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনুপকুমার দত্ত, বিষ্ণুপুর পুরসভার প্রধান গৌতম গোস্বামী, উপপ্রধান মহাবীর আগরওয়াল, আশুতোষ মুখোপাধ্যায়-সহ পর্যটন দফতরের আধিকারিকরা।