মুম্বই, ২৬ মার্চ : ভারতীয় দলের তিন ফরম্যাটেই নেতৃত্বে নেই বিরাট কোহলি। ছেড়ে দিয়েছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বও। ১৫তম আইপিএলে প্রথম ম্যাচে নামার আগে বিরাট জানিয়ে দিলেন, কেন আরসিবি-র অধিনায়ক পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিরাট বলেন, ‘‘মাঝে মধ্যে এমন সময় আসে যখন আবার মৌলিক জায়গায় ফিরে যেতে ইচ্ছা করে। বছরের পর বছর ধরে যখন ব্যাটিংয়ের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার চাপ নিতে হয়, সব সময় মাথার মধ্যে চলে বিভিন্ন পরিকল্পনা।
আরও পড়ুন-আজ থেকে একসপ্তাহ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি
এই পরিস্থিতিতে শুধুমাত্র ব্যাটিংয়ে নজর দেওয়াটা সমস্যা হয়ে দাঁড়ায়। মন তখন একদিকে চলে যায়। আমি এমন একজন মানুষ যে অধিনায়কত্ব করার জন্য দলে জায়গা ধরে রাখতে চাই না। ব্যাট হাতে যদি আমার অবদান না থাকে, তা হলে অধিনায়কত্বের কোনও মূল্য নেই। দল নতুন করে তৈরি হচ্ছে। অধিনায়কত্ব করার জন্য নতুন কেউ রয়েছে। তাই আবার নিজের ব্যাটিংয়ের দিকে নজর দিতে চাইছি। এখন সেটাই উপভোগ করছি। তবে অধিনায়কত্ব করছি না বলে আমার দলের প্রতি কোনও দায়বদ্ধতা নেই, এমনটা ভাবার কারণ নেই। আমি সব সময় দলের পাশে। ফাফকে আমি সবরকম ভাবে সাহায্য করতে তৈরি।’’
সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি বলেছেন, ‘‘নেতৃত্বের বোঝা না থাকায় এবারের আইপিএলে ২০১৬-র দুরন্ত কোহলিকে দেখতে পারি। সেবার ও টুর্নামেন্টে প্রায় হাজার রান করেছিল।’’