নতুন পরীক্ষায় বিরাট-মায়াঙ্ক

চাপমুক্ত বিরাট আরসিবি-কে প্রথমবার আইপিএল ট্রফি জেতাতে সাহায্য করতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর অগণিত ভক্ত।

Must read

মুম্বই, ২৬ মার্চ : নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর প্রথমবার আইপিএলে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন বিরাট কোহলি। প্রায় এক দশক পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন না কিং কোহলি। চাপমুক্ত বিরাট আরসিবি-কে প্রথমবার আইপিএল ট্রফি জেতাতে সাহায্য করতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর অগণিত ভক্ত।

আরও পড়ুন-ব্যাটিংয়ে মন দিতেই নেতৃত্ব ছেড়েছি : বিরাট

শনিবার সন্ধ্যায় নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন আরসিবি-র মুখোমুখি হচ্ছে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। কিন্তু এই ম্যাচে সব আকর্ষণ থাকবে বিরাটকে ঘিরে। অধিনায়ক ডুপ্লেসিকে স্বাগত জানিয়েছেন বিরাট। বলেছেন, তাঁর নেতৃত্বে নিজের সেরাটা দিতে তৈরি। প্রথম কয়েকটি ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজলউডকে পাবে না আরসিবি। তবু বিরাট, ডুপ্লেসিদের দলে অনেক বিকল্প রয়েছে। অন্যদিকে, পাঞ্জাবও জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডাদের শনিবারের ম্যাচে পাবে না। তাদেরও বিকল্প রয়েছে। নজর থাকবে পাঞ্জাবের নতুন অধিনায়ক মায়াঙ্কের দিকেও। তাঁরও নতুন পরীক্ষা।

Latest article