মুম্বই, ২৬ মার্চ : কেকেআর জার্সিতে প্রথমবার খেলতে নেমে শ্রেয়স আইয়ার বললেন তিনি গর্বিত। কারণ, এই জার্সি এর আগে বহু গ্রেটের গায়ে উঠেছে। এখন যারা এই দলে খেলছে, তারাও ভাল করছে। টসের আগে আরও বলছিলেন নাইটদের নতুন অধিনায়ক। যিনি নাইটদের হয়ে প্রথমবার টস করতে নেমে জিতে আগে বোলিং নিলেন। পরের দিকে শিশির পড়বে ধরে নিয়েই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-নতুন পরীক্ষায় বিরাট-মায়াঙ্ক
তিন বিদেশিকে নিয়ে এদিন মাঠে নামল কেকেআর। এই তিন বিদেশি হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও স্যাম বিলিংস। ম্যাচের আগে কেকেআর ক্যাপ উঠল তিনজনের মাথায়। যার মধ্যে অধিনায়ক শ্রেয়স আইয়ারও ছিলেন। বাকি দু’জন হলেন বিলিংস ও রাহানে। শ্রেয়স আগে দিল্লির হয়ে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। ৪১ মাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৩টিতে। জাদেজার নেতৃত্বে হাতেখড়ি হল শনিবার। তাও আবার মহেন্দ্র সিং ধোনির মতো মহাতারকার জুতোয় পা গলিয়ে। তিনি বললেন, ‘‘নতুন ভূমিকায় আমি খুশি ও উত্তেজিত। বিশাল জুতোয় পা গলিয়েছি।”
আরও পড়ুন-ব্যাটিংয়ে মন দিতেই নেতৃত্ব ছেড়েছি : বিরাট
এদিন চার বিদেশিকে নিয়ে মাঠে নামল সিএসকে। এঁরা হলেন কনওয়ে, ব্র্যাভো, মিলনে ও স্যান্টনার। দীপক চাহার নেটে বোলিং শুরু করলেও এখনও ম্যাচে ফেরার জায়গায় আসেননি। ফলে তাঁকে বাইরে রেখেই নামতে হল সিএসকে-কে। ভিসা সমস্যায় দেরিতে দলে যোগ দেওয়ায় মইন আলি এখনও কোয়ারেন্টিনে। প্রথম ম্যাচে খেলতে পারলেন না তিনিও। এদিকে, পাক সফরে ব্যস্ত থাকায় প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চকে প্রথম ম্যাচে পায়নি কেকেআর। কামিন্সের জায়গায় এদিন যিনি খেললেন, সেই উমেশ যাদব প্রথম ওভারেই তুলে নেন ঋতুরাজ গায়কোয়াড়কে।