সংবাদদাতা, বালুরঘাট : নতুন অর্থবর্ষে দক্ষিণ দিনাজপুরে ১২৮৭৫ জন বিধবাভাতা পেতে চলেছেন। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বালুরঘাট শহরের বালুছায়া অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় বিধবাভাতা প্রদান এবং অন্যান্য প্রকল্পের সুবিধা বিতরণ অনুষ্ঠান কর্মসূচি। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
আরও পড়ুন-এমার্জেন্সি! আ-মোদি-ত, কিন্তু অঘোষিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় এবং সহসভাধিপতি ললিতা টিজ্ঞা, জেলাশাসক আয়েশা রানি এ, বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুরে নতুন করে ১২৮৭৫ জনকে বিধবাভাতা প্রদানের ঘোষনার পাশাপাশি বালুরঘাটে ৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কুশমণ্ডিতে ২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন-বাঁচানো গেল না নাজমা বিবিকে
অনুষ্ঠানে কয়েকজনের হাতে শিল্পী কার্ড এবং কিসান ক্রেডিট কার্ডও তুলে দেওয়া হয়। রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরে ইতিপূর্বে ১৮২০০ জন এবং রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী ইতিপূর্বে ১৩ লক্ষ মানুষ বিধবাভাতার সুবিধা পাচ্ছিলেন। নতুন অর্থবর্ষ থেকে গোটা রাজ্যে নতুন করে আরও ৮ লক্ষ মানুষকে বিধবাভাতা দেবে রাজ্য সরকার।