বাঁচানো গেল না নাজমা বিবিকে

Must read

দেবর্ষি মজুমদার, রামপুরহাট : চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও বেলা সওয়া একটা নাগাদ মারা গেলেন ভেন্টিলেশনে চিকিৎসাধীন নাজমা বিবি (৩৫)। শেখ লাল শেখের স্ত্রী নাজমা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিলেন। লাল শেখ বলেন, ঘটনার দিন নুরতাজ শেখ ও পুলিশের সাহায্যে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয় তাঁর স্ত্রীকে। মুখ্যমন্ত্রী বগটুইয়ে এসে নিজেই উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করতে চাইলেও রোগীর অবস্থার জন্য চিকিৎসকেরা অনুমতি দেননি।

আরও পড়ুন-গ্যাস-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ পথে তৃণমূল ছাত্র পরিষদ

কাল সাড়ে আট ঘণ্টা সিবিআই জেরা করেছে আনারুল হোসেনকে। সোমবার তাঁকে আরেকবার জেরা করা হবে বলে জানা গিয়েছে। তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে রামপুরহাট থানায় আনা হয়। সিবিআইয়ের আরেকটি দল বাতাসপুর গিয়ে মিহিলাল ওরফে মিহিলাল শেখকে রামপুরহাট পান্থনিবাসে নিয়ে আসে। সেখানে মিহিলাল ও আনারুলের বক্তব্য মিলিয়ে দেখা হয়। সোমবার এফআইআর করা তালিকা থেকে সাতজনকে পান্থশ্রীতে ডেকে বয়ান রেকর্ড করে। এদিন অপসারিত এসডিপিও শায়ন আহমেদকে ডেকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে এই মামলার তদন্তকারী অফিসার বা অভিযোগকারী ধ্রুবজ্যোতি দত্তকেও। সিবিআই জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায় এবং ডিআইজি অখিলেশ সিং উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।

Latest article