গ্যাস-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ পথে তৃণমূল ছাত্র পরিষদ

লাগামহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে প্রতিদিন বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ।

Must read

ব্যুরো রিপোর্ট : লাগামহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে প্রতিদিন বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস লাগাতার এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, মিটিং-মিছিল করছে। পাশাপাশি সরব তৃণমূল ছাত্র পরিষদও। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে সোমবার বিভিন্ন জেলায় তৃণমূল ছাত্র পরিষদ মিটিং -মিছিল করে প্রতিবাদ জানাল।

আরও পড়ুন-গণতন্ত্রের মন্দিরের গরিমা নষ্ট করলেন বিরোধীরা

নদিয়া জেলায় ছাত্রদের অবস্থান-বিক্ষোভে শামিল হন শান্তিপুর কলেজের অধ্যাপক তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রসেনজিৎ মণ্ডল। বলেন, ‘বিভিন্ন স্কুল-কলেজে উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজকের বন্‌ধ কোনওভাবেই সাধারণ মানুষ মেনে নেননি। বিষয়টিকে আমরা সমর্থন করি, তবে কর্মনাশা বন্ধ করে নয়।’ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রূপম পাল জানান, ‘ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এতেও যদি কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে উঠবে।’

আরও পড়ুন-বিজেপির তাণ্ডবে রেহাই পেলেন না মহিলা কর্মীরা

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এবিএস মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করা হয়। জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর সন্তু বারিকের নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিলে ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকেরা। সন্তু বলেন, যেভাবে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ বাড়ছে। সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। তাই প্রতিটি মানুষের উচিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়া।

Latest article