ব্যুরো রিপোর্ট : বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করতে বিপুল অস্ত্রশস্ত্র মজুত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করতে জেলায় জেলায় অস্ত্র (Weapons) উদ্ধার করতে বলেছেন পুলিশকে। তারই জেরে ৭১টি বোমা, তিনটি বড় বন্দুক, ৯টি পিস্তল-সহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার হল মুর্শিদাবাদে। রবিবার রাতভর তল্লাশি চালিয়ে বেলডাঙার মির্জাপুর এলাকায় একটি বাড়ির পাশে জারভর্তি ৩০টি বোমা পায় পুলিশ। এ-ছাড়া রেজিনগরের একটি পরিত্যক্ত বাগানে ৪১টি বোমা পাওয়া গিয়েছে। রানিনগর এবং লালগোলায় প্রচুর বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে, জানিয়েছেন পুলিশ সুপার শবরী রাজকুমার। জানিয়েছেন, লালগোলায় তল্লাশি চালিয়ে আটটি সেভেন এমএম পিস্তল, একটি দেশি পিস্তল ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেফতার দুজন। রানিনগরে তিনটি বড় বন্দুক-সহ চার রাউন্ড গুলি মিলেছে। গ্রেফতার এক। মজুত বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি-বোমা উদ্ধারে পরপর তিনদিন কাটোয়া মহকুমা জুড়ে পুলিশি অভিযানে মিলল ব্যাপক সাফল্য। কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক জানান, ‘ডাবল ব্যারেল গান, সিঙ্গল ব্যারেল গান, ৯ এমএম পিস্তল, ওয়ানশটার-সহ ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি ও ৪৬টি বোমা উদ্ধার হয়েছে। গ্রেফতার ১৪ জন দুষ্কৃতী।’ পুলিশের তৎপরতায় খুশি মহকুমার শান্তিপ্রিয় মানুষজন। রাজ্যের অন্য প্রান্তের মতোই পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে নাকা চেকিং। কাটোয়ার শ্রীবাটি গ্রাম থেকে গ্রেফতার তিন দুষ্কৃতী বজরুল শেখ ওরফে কালো, সইদুল শেখ ওরফে ফুটো ও জামির আলি মণ্ডল। তাদের কাছ থেকে বেশকিছু আধুনিক আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। জমির দখল নিয়ে হামলা করতেই অস্ত্র (Weapons) মজুত করেছিল ধৃতরা।